বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম এঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি’র গভীর শোক


নিজস্ব প্রতিনিধি : অবসরপ্রাপ্ত সচিব নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শাহজাহান সিদ্দিকী ৩ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম এঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “আমি শাহজাহান সিদ্দিকীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতির একজন বীর সন্তানকে হারাল। তার এ চলে যাওয়া আমাকে অনেক কাঁদিয়েছে। সে একজন সাদা মনের সদালাপী মানুষ ছিল এবং আমার অত্যান্ত কাছের একজন প্রিয় মানুষ ছিল। দেশের বিভিন্ন অঙ্গণে তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *