মীর তানজির আহমেদকে বঙ্গবন্ধু পরিষদ পৌর শাখার শুভেচ্ছা


মশাল ডেস্ক : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নেতৃবৃন্দ। গতকাল শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ সকলকে মিষ্টিমুখ করান এবং সকলকে ধন্যবাদ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *