মশাল ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২২ সালের বার্ষিক উপজেলা সমাবেশ গতকাল বুধবার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন মাঠে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুরাতন জমিদার বাড়ী ৩০ আনসার ব্যটলিয়ন অধিনায়ক এনামুল খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্্যান্ট মোরশেদা খানম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সদর থানার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, এছাড়া বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, মোঃ মাসুদুজ্জামান পৌরসভাধীন ৮নং ওয়ার্ড দলনেতা মোঃ হাফিজুল ইসলাম, অবসর প্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, মোঃ আব্দুস সামাদ এবং ইউনিয়ন দলনেতারা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিগত দিনে কাজের দক্ষতা দেখানোর জন্য ২০ জন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান।
Leave a Reply