মশাল ডেস্ক: ২০২৩ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ৩০ ও ৩১ এর নির্দেশনা মোতাবেক বর্ণিত সময়সূচী অনুযায়ী ২০২৩ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে বলে জানানো হয়। লাইসেন্সধারীগণকে তাঁদের লাইসেন্স নবায়নের জন্য সরকার নির্ধারিত ফি এবং ১৫% ভ্যাট নিম্নবর্ণিত কোডে চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখায় জমা প্রদানপূর্বক চালানের মূলকপি, লাইসেন্স, অস্ত্র ও গোলাবারুদসহ (অস্ত্র থানায় বা আমর্স ডিলারের নিকট জমা থাকলে হালনাগাদ জমার রশিদ) নির্ধারিত ফরমে আবেদনসহ ধার্যকৃত তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৩০৯নং কক্ষে জুডিশিয়াল মুন্সিখানার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনারের নিকট হতে অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
২৩ নভেম্বর আশাশুনি থানার বন্দুক ও শটগান। ২৪ নভেম্বর কালিগঞ্জ থানার বন্দুক ও শটগান। ২৮ নভেম্বর শ্যামনগর থানার ২৫-০২-১৯৮৪ তারিখের পূর্বে ইস্যুকৃত বন্দুক ও শটগান। ৩০ নভেম্বর দেবহাটা থানার বন্দুক ও শটগান। ৫ ডিসেম্বর কলারোয়া থানার বন্দুক ও শটগান। ৬ ডিসেম্বর তালা ও পাটকেলঘাটা থানার বন্দুক ও শটগান। ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার ২৫-০২-১৯৮৪ তারিখের পূর্বে ইস্যুকৃত বন্দুক ও শটগান। ১৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার ২৫-০২-১৯৮৪ তারিখের পরে ইস্যুকৃত বন্দুক ও শটগান।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৩১১নং কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ১৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলার সকল থানার রাইফেল এবং ২০ ডিসেম্বর পিস্তল ও রিভলবার নবায়ন করা হবে।
ব্যক্তি পর্যায়ে বন্দুক, শটগান ও রাইফেল ৫ হাজার টাকা, পিস্তল ও রিভলবার-১০ হাজার টাকা।
আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল ৫ হাজার টাকা। প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল-১০হাজার টাকা। ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান ৫ হাজার টাকা। সেফ কিপিং ৩ হাজার টাকা।
লাইসেন্স নবায়ন ফি জমা প্রদানের কোড নম্বর: ১-২২১১-০০০০-১৮৫৯। লাইসেন্স নবায়ন ফি’র উপর ১৫% ভ্যাট জমা প্রদানের কোড নম্বর : ১-১১৩৩-০০০১-০৩১১।
সনদপ্রাপ্ত (সরকারি গেজেটে বিজ্ঞাপিত) মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তিবর্গ ও জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডভূক্ত চাকুরীরত/অবসরপ্রাপ্ত সরকারি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের পিস্তল, রিভলবার, শর্টগান, রাইফেল এর নবায়ন ফি প্রযোজ্য হবে না। লাইসেন্সধারীর বয়স ৮০ বছরের উর্ধ্বে হলে লাইসেন্স নবায়নযোগ্য হবে না। সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হলে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট নবায়ন না করার সন্তোষজনক ব্যাখ্যাসহ আবেদন করতে হবে। আবেদন সন্তোষজনক বিবেচিত হলে পূর্ণ লাইসেন্স ইস্যু ফি এর সমপরিমান অর্থ আদায়পূর্বক লাইসেন্স নবায়ন করা যাবে। সন্তোষজনক বিবেচিত না হলে নবায়ন না করে লাইসেন্স বাতিলপূর্বক অস্ত্রটি বাজেয়াপ্ত করা যাবে। নবায়নের আবেদনের সাথে ২০টাকার কোর্টফিসহ জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি, পাসর্পোট সাইজের ১ কপি ছবি সংযুক্ত করতে হবে। স্বশরীরে আগ্নেয়াস্ত্রসহ হাজির হয়ে লাইসেন্স নবায়ন করতে হবে। আগ্নেয়াস্ত্র কোথাও জমা থাকলে জিডি প্রত্যয়ন দাখিল করতে হবে।
সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply