আশাশুনিতে আলমারি ভেঙে টাকা চুরি

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার গভীর রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামে আলমারির ড্রয়ার ভেঙ্গে টাকা চুরি করেছে দুবৃর্ওরা।

থানা সূএে জানা যায়, অসীত কুমার মিত্র(৩৮) তার স্ত্রী সবিতা রানী মিএ(২৯) ও মেয়ে প্রিয়ন্তী মিত্র (৫) রাতে নিজ গ্রামে পূজা দেখতে গিয়েছিলো। এরপর বাড়িতে এসে খেয়ে রাতে তারা ঘুমাই পড়ে।সকালে স্থানীয়রা দেখে স্ত্রী খাটে এবং স্বামী অসিত বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছে।ঘরের জিনিসপত্র এলোমেলো এবং আলমারির ড্রয়ার ভাঙ্গা।

অসিত কুমার মিএ লাঙ্গলদাড়িয়া গ্রামে পরিতোষ কুমার মিএর ছেলে।অসিত কুমার পেশায় একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী

থানা সূত্রে আরো জানা যায়, গভীর রাতে আলমারির ড্রয়ার ভেঙ্গে অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে অথবা স্প্রে করে তাদের অজ্ঞান করে টাকা চুরি করেছে।

মঙ্গলবার স্থানীয়রা উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তাদের অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাতে কী ঘটেছে সেটি তারা সুস্থ্য না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্ত করে দুবৃর্ওদের আইনের আওতায় আনা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *