রশীদিয়া মাদ্রাসা ও ভাদ্রাবাজার হাফিজিয়া মাদ্রাসা মূল হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য পেলেন ইয়েস কার্ড

নিজস্ব প্রতিনিধি : গত ০৬ নভেম্বর ২০২২ রবিবার সকাল ৮ টায় গজালি বিকে দারুল কোরআন মাদরাসায় ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে সাতক্ষীরা জেলা ব্যাপি প্রতিবছরে ন্যায় এ বছরও ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সাতক্ষীরার ৬০টি মাদ্রাসা দুই গ্রুপ ৫ পারা ও ১০ পারা হাফেজদের কুরআন প্রতিযোগিতায় ৫পারা গ্রুপ থেকে ২য় স্থান অর্জন করেছে রশীদিয়া মাদ্রাসা সাতক্ষীরা ৫ পারা হাফেজরা। প্রতিযোগিতা প্রধান অতিথি ছিলেন মাও আব্দুল গফফার চেয়ারম্যাান ২নং কুশখালী ইউনিয়ন এবং মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সাতক্ষীরা থেকে বিজয়ী মাদ্রাসাকে ইয়েস কার্ড দেওয়া হবে উক্ত ইয়েস কার্ড প্রাপ্ত মাদ্রাসা থেকে ১ জন করে হাফেজ মুুল প্রতিযোগিতা ঢাকায় অংশগ্রহন করবে।
রশীদিয়া মাদ্রাসা সাতক্ষীরা ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় বাঁকালে। নতুন প্রতিষ্ঠান হিসেবে ১ম বারের মত ৯ জন কুরআন ছাত্র নিয়ে হাফেজ মাওলানা নাজমুল হক নেতিত্বে ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্দোগে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ভাদ্রাবাজার হাফিজিয়া জিয়া মাদ্রাসা এবং ২য় স্থান ও ইয়েস কার্ড অর্জন করে রশীদিয়া মাদ্রাসার সাতক্ষীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *