দূর্গাপূজায় সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার আহবান


বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা-আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে দেশ ব্যপী কর্মসুচির অংশহিসাবে ২৯ সেপ্টেম্বর ২০২২ সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সম্প্রীতি সভার আয়োজন করে। বেগমে মরিয়ম মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এড. আবুল কালাম আজাদ,স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রফেসর ইদ্রিস আলী, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, আঃ সামাদ, কওসার আলী, এড. মনিরুদ্দীন, মহুয়া মঞ্জুরী, শ্যামল বিশ^াস, পিপি পোদ্দার, আঞ্জুমানারা মিলি প্রমুখ বক্তারা বলেন, ধর্ম যার-যার, রাষ্ট্র সবার। সাতক্ষীরা জেলা বর্তমানে প্রশাসন সহ সকলের সহযোগীতায় একটি শান্তিপুর্ণ জেলা হিসাবে পরিগণিত। এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতি অটুট। বিভেদকামী কিছু মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও এখানকার মানুষ তা রুখে দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও জেলাতে শারদীয় দূর্গাপূজার সাড়ম্বর আয়োজন চলছে, আমরা আশা করবো গতবারের ন্যায় এবারও সনাতন ধর্মীয় দূর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহনে সার্বজনীন দূর্গোৎসবে পরিণত হবে। মানববন্ধন ও সম্প্রীতি সভা থেকে দূর্গাপুজার সকল অনুষ্ঠানকে শান্তিপুর্ণভাবে পালন করার জন্য জেলা প্রশাসন সহ সকল মানুষের সহযোগীতা কামনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *