আজারবাইজান-আর্মেনিয়ায় সংঘর্ষে ১০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে লড়াইয়ে দুই দেশের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতের সংঘাতে প্রাণহানির এ ঘটনা ঘটে।

রাতভর লড়াইয়ে আর্মেনিয়ার ৪৯ সেনা নিহত হয়েছেন বলে জানান দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এছাড়া নিজেদের ৫০ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আর্মেনিয়া বলছে, মঙ্গলবার সকালে জেরমুক, গোরিস, কাপানসহ বেশ কিছু শহরে ফের হামলা হয়েছে। এটিকে বড় ধরনের উসকানি বলে অভিহিত করেছে তারা। তারা এই উস্কানির পাল্টা জবাব দিয়েছে।

আজারবাইজান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তারা বলছে, সীমান্তে তাদের সৈন্যদের ওপর হামলা হয়েছে এবং আজেরি সৈন্যরা শুধু তার জবাব দিচ্ছে।

আজারবাইজানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, গত মাস ধরে আর্মেনিয়ার সামরিক বাহিনীর তৎপরতা দেখে বোঝা যাচ্ছিল তারা একটি বড় আকারের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সর্বশেষ এ সংঘাত বন্ধে রাশিয়ার মধ্যস্থতায় গতকাল মঙ্গলবার একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *