বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভূমিহীন শহীদ জাহিদার ২৪তম মত্যুবার্ষিকী দুয়া অনুষ্ঠানর মধ্য দিয় পালিত হয়ছ। বুধবার সকাল ১০টায় ভূমিহীন শহীদ জাহিদার ২৪তম মত্যুবার্ষিকী উপলক্ষ স্মরন সভা মিলাদ ও দায়া অনুষ্ঠান করছ উপজলার খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতি। বঙ্গবন্ধু কন্যা প্রধানম্ত্রী গরীব দুঃখি মহনতি মানুষর দরদী জননত্রী শখ হাসিনার অঙ্গীকার খাষ জমিত ভূমিহীনদর বাস্তবায়ন তৎকালীন সাতক্ষীরা ভূমিহীন আদালন বাবরাবাদ ভূমিদস্যুদর গুলিত রক্ত দিয় জীবন দিয় ভূমিহীন আদালক বগবান করন। তার রক্তর বিনিময় সদিন অস্বহায় ভূমিহীন মানুষর মাথা গাজার ঠাই হয়ছিল। তার রক্তর বিনিময় বাবুরাবাদক নাম করণ করা হয় শহীদ জাহিদা নগর। তাই সাতক্ষীরা জলার অস্বহায় ভূমিহীন মানুষর কাছ স্মরনীয় একটি নাম শহীদ জাহিদা। তাই তাক স্মরন করত এ মত্যু বার্ষিকী পালন করন জলার বিভিন উপজলার ভূমিহীন সমিতি। তার স্মরন আয়াজিত স্মরনসভায় প্রধান অথিতির আলাচনা রাখছন আশাশুনি উপজলার ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কষকলীগর আইনবিষয়ক সম্পাদক সাংবাদিক এম এম সাহব আলী সভাপতিত্ব করন খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রজাউল করিম, সক্রটারী রঞ্জিত কুমার ধানুকী, সমিতির কর্মকর্তা ও সদস্য ইউনুছ সানা, শাহাজামাল, নছিমউদ্দীন, শাভনালী ইউনিয়নর সভানত্রী নাজমা খাতুন, বড়দল ইউনিয়নর সাধারন সম্পাদক আবুল হাসন রাজুসহ বড়দল ইউনিয়ন ভমিহীন সমিতির কর্মকর্তা ও সদস্যবদ। ক্যাপশানঃ আশাশুনির খাজরায় ভুমিহীন শহীদ জাহিদার মত্যুবার্ষিকীত স্মরনসভা।
Leave a Reply