আশাশুনিত বীর মুক্তিযাদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বি এম আলাউদ্দীন প্রতিনিধি : আশাশুনিত বীর মুক্তিযাদ্ধা জামাত আলী’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন। শনিবার রাত ১২টার দিক হৃদরাগ আক্রাÍ  হয় মত হরমুজ গাজীর ছল বীর মুক্তিযাদ্ধা সাবক ইউপি সদস্য জামাত আলী মত্যুবরণ করন। মত্যুকাল তার বয়স হয়ছিল (৭৫)। তিনি দুই স্ত্রী চার পুত্র ও চার কন্যা সহ অসংখ্য গুনা গহ রখ গছ। রবিবার উপজলা নির্বাহী অফিসার মাহাম্মদ ইয়ানুর রহমানর উপস্িিতিত মরহুম বীর মুক্তিযাদ্ধাক জলা ও আশাশুনি থানা পুলিশর একটি চকিশ দল গার্ড অফ অনার প্রদান করা হয়। পর শ্রীকলশ পুরাতন জাম মসজিদ চত্বর মরহুমর জানাজা নামাজ শষ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শ্রীকলশ পুরাতন জাম মসজিদর ইমাম মাওঃ মুক্তাজুল ইসলামর পরিচালনায় জানাজা নামাজ উপস্তি ছিলন সাবক মুক্তিযাদ্ধা কমান্ডার আব্দুল হানান, বীর মুক্তিযাদ্ধা আব্দুল করিম, লিয়াকত আলী, সদর ইউপি চয়ারম্যান হাসনুজ্জামান হাসন, প্রধান শিক্ষক আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, সাবক জলা পরিষদর সদস্য ও উপজলা যুবলীগর সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আশাশুনি থানার সকন্ড অফিসার এসআই গালাম মাস্তফা ও এসআই ইমরান হাসন, ইউপি সদস্য শাহিনুর আলম, সাবক এমপি সদস্য আব্দুর রহিমসহ বীর মুক্তিযাদ্ধা বদ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন রাজনতিক দলর নতবদ উপস্তি ছিলন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *