আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৫৪জন গৃহহীন পেল ঘর ও জমির দলিল


বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তরের অংশ হিসেবে আশাশুনি উপজেলার ৫৪ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমগ্র দেশব্যাপী যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৬ হাজার ২শ ২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সেমিপাকা একক গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে আশাশুনি উপজেলার ৫৪জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে ২ শতক জমি ও ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ানূর রহমান, উপজেলা সহকারি কমিশনের (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, পিআইও সোহাগ খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *