৬০ দিনে ৬০ লাখ দর্শনার্থী জেদ্দা উৎসবে

অনলাইন ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় ঋতু উৎসবে দর্শনার্থী ভ্রমণে রেকর্ড হয়েছে। দুই মাসব্যাপী এই আয়োজনে ৬০ লাখের বেশি দর্শনার্থী অংশ নেন বলে সৌদি কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির খবর অনুসারে,  ঈদুল ফিতরের প্রথম  দিন (২ মে)  জেদ্দা সিজন-২০২২ উৎসবের শুরু হয়। ‘আমাদের সুদিনগুলো’ (আওয়ার গুড ডেইস) প্রতিপাদ্যে উৎসবে দেশি-বিদেশি ২৮শ ধনের খেলা ও বিনোদনমূলক কর্মসূচি রাখা হয়। দেশটিতে পর্যটনখাত সমৃদ্ধ করতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই উৎসব উদযাপন হাতে নেওয়া হয়। আয়োজনে দেশি-বিদেশি ৬০ লাখের বেশি দর্শনার্থী অংশ নেন। উৎসবে প্রাইভেট সেক্টরগুলোর বিনিয়োগের জন্য ব্যাপক সুযোগ তৈরি কর হয়। এছাড়া এই কর্মসূচিতে সৌদি নারী-পুরুষদের বিভিন্ন ধরনের ৭৪ হাজার চাকরির সুযোগ তৈরি হয়।সৌদি আরবের জেদ্দা সিজন ২০২২-এর মহাপরিচালক নওয়াফ কুমোসান বিনোদন শিল্পের প্রশংসা করে বলেন,  উৎসবটি জেদ্দার বাসিন্দা এবং পর্যটকদের ওপর ইতিবাচক অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব ফেলেছে। শহরের অর্থনীতি পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *