আম নিয়ে মাধুরীর আফসোস

বয়স ৫৫। তবে মাধুরী দীক্ষিতকে দেখে সেটা বোঝা কঠিনই বলা যায়। তাঁর পাঁড় ভক্তদের কাছে তিনি এখনো আটকে আছেন সেই নব্বই দশকেই। অনেক সাক্ষাৎকারেই নিজের বয়স ধরে রাখা নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। জানিয়েছেন, তাঁর তরুণ থাকার অন্যতম রহস্য তাজা সবজি ও নানা ধরনের ফল। অভিনেত্রীকে যাঁরা অন্তর্জালে অনুসরণ করেন, তাঁদের অবশ্য এ কথা অজানা নয়। কারণ, নিয়মিতই নিজের খাবারের ছবি পোস্ট করেন মাধুরী। বিশেষ করে ছুটির দিন রোববারে। তবে আজ রোববার না হলেও খাবারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেটা আর কোনো ফল নয়, বাঙালির অন্যতম প্রিয় ফল আমের।বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক, টুইটারে আম নিয়ে দুটি ছবি পোস্ট করেছেন মাধুরী। যেখানে আমের মৌসুম শেষ হচ্ছে বলে আফসোস ঝরে পড়েছে তাঁর কণ্ঠে। মাধুরী লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না আমের দিন শেষ হতে চলেছে। পরের মৌসুমের অপেক্ষা করতে হবে।’ পোস্টে মাধুরী হ্যাশট্যাগ দিয়েছেন ‘ম্যাঙ্গো’, ‘আম’ ইত্যাদি।
অভিনেত্রী আম নিয়ে পোস্ট দেওয়ার পর অনেক ভক্তই পোস্টের নিচে মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, নিজেদের আমপ্রীতি নিয়ে। কেউ লিখেছেন নানা অসুস্থতা থাকায় আম খেতে না পারার আফসোসের কথা।কেবল খাবার নয়, মাধুরী নিয়মিতই সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে পোস্ট দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগ ছাড়াও কাজ নিয়েও সরব অভিনেত্রী। ছোট পর্দায় রিয়েলিটি শোর বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। চলতি বছর মাধুরী অভিনয় করেছেন নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ফেম গেম’-এ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *