বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুধহাটা ইউনিয়নের বুধহাটা
পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালক ও শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে পৃথক পৃথক ফাইনাল ম্যাচ বালক এ বুধহাটা ইউনিয়নের বুধহাটা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বড়দল ইউনিয়নের জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপর ফাইনাল ম্যাচে শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালিকা একাদশ কাদাকাটি ইউনিয়নের জদুয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালিকা একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা পর্যায়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, জগদীশ চন্দ্র সানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মাহবুবুর রহমান। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম। বালক ও বালিকা একাদশের
পৃথক পৃথক ফাইনাল ম্যাচ
পরিচালনার দায়িত্বে ছিলেন আকবার আলী, গিয়াস উদ্দিন, ফারুক হোসেন ও সাহিনুর ইসলাম।
ধারাভার্ষে ছিলেন আশরাফ আলী, বিধান চন্দ্র মন্ডল ও এনামুল হক।
Leave a Reply