কলারোয়ায় হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন


আহসান উল্লাহ কলারোয়া প্রতিনিধি 
কলারোয়া  উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের মাঠপাড়ায় রবিবার বিকাল ৩ টার সময় স্থানীয় জনসাধারনের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত আক্তারুল বলেন, দীর্ঘদিন ধরে এই পাড়ায় বিভিন্ন মামলার পলাতক আসামী ভুট্টো খাঁনের স্ত্রী শিউলি খাতুন স্বামী বাড়ীতে না থাকার কারনে বিভিন্ন অপকর্ম করে আসছে। এই অপকর্মের প্রতিবাদ করায় প্রতিবেশী মোজাহার সরদারের ছেলে আব্দুর রউফের নামে শিউলি খাতুন বাদী হয়ে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করে তাকে জেল খাঁটায়। জেলখানা থেকে জামিনে বের হয়ে বাড়ীতে পৌঁছালে পরিকল্পিত ভাবে আবারও আব্দুর রউফ ও প্রতিবেশী আনসার মোড়লের ছেলে আছাদুল মোড়লের নামে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১০৭/১১৭(গ) ধারার একটি হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করেছে এই শিউলি খাতুন। হয়রানী মূলক মামলা এবং এই পাড়ার পরিবেশ নষ্ট কারী মহিলাকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে রোজিনা খাতুন বলেন, অনতিবিলম্বে এই দুশ্চচরিত্রা মহিলাকে এই পাড়া থেকে বিদায় না করতে পারলে উঠতি বয়সি ছেলেরা সব ধংস হয়ে যাবে। এই জন্য প্রশাসনের কাছে মানববন্ধনের মাধ্যমে হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *