নিজস্ব প্রতিনিধি: কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৬তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) বেলা ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৬তম ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ব্রাক ইউডিপি’র ফিল্ড কো অর্ডিনেটর মো. ইউসুফ আলী, মোবাইল আউটরিচ প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্যোস্যাল ল্যাব’র ভলেন্টিয়ার মোজাম্মেল হক। উক্ত ডায়ালগ সেশনে ইটাগাছা পূর্বপাড়ার মৃত ব্যক্তির গোছল খানার স্থান নির্মাণে অনুমতি প্রসঙ্গে আলোচনাসহ ইটাগাছা পূর্বপাড়ায় গত ১০ মে থেকে ময়লা আবর্জনা অপসারণ করার উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। কারিতাসের উদ্যোগে এসব কর্মকান্ডে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply