নিজস্ব প্রতিনিধি : অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধাদের একতলা পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় শহরের সরকারি কলেজ রোড়স্থ দক্ষিণ কাটিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ’ এর পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করার মধ্যদিয়ে সাতক্ষীরাতে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি রান্নাঘর ও ১টি বাথরুম বিশিষ্ট একতলা পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি একতলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।”
বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সুবিধাভোগি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কবি ও সাহিত্যিক শেখ সিদ্দিকুর রহমান ও নির্মান কাজের ঠিকাদার আখেরুল ইসলাম প্রমুখ। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে ১ম পর্যায় সাতক্ষীরা সদর উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকা ঘর।
Leave a Reply