বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- দেশের যুব সমাজ কে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে আনতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে দেশকে রক্ষা করতে হবে। ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়েছেন মানে আপনাদের দায়িত্ব শেষ হয়েছে এমন মনে করবেন না। সন্তানের প্রতিটি কর্মকাণ্ড লক্ষ্য করা আপনার দায়িত্ব। করোনা মহামারীর মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে। বিভ্রান্তকারীরা দেশের শত্রু। তারা আগে ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে। একজন সচেতন নাগরিক হিসেবে এদের গুজব থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করতে হবে। উপজেলার খাজরা ইউনিয়নের পারিশামারি প্রাইমারি স্কুলে বিট পুলিশিং সমাবেশে মোবাইল কনফারেন্সে সন্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে আশাশুনি থানা পুলিশের আয়োজনে সচেতন মূলক বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ ও ‘তথ্য দিন সেবা নিন’ এ স্লোগানকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম। বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- অপরাধীরা খারাপ কাজ বাদ দিয়ে ভালো পেশায় আসেন, সব রকমের সহযোগিতা করব।খাজরা ইউনিয়নকে অপরাধের অভয়ারণ্য হিসেবে ভাবলে ভুল হবে। অপরাধ করে কেউ পার পাবেন না। কোন পরিচয়ই কাজে লাগবে না। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন লেখাপড়া করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রত্যেকে ধর্মীয় অনুশাসন মেনে চললে পৃথিবী আবাস যোগ্য হবে। চুরি বা দস্যুবৃত্তি ছেড়ে দিন, না হলে আমরা ছাড়িয়ে দেবো। খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে এবং সকল অপরাধ দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের বন্ধুর মতো সেবা দিয়ে যাবো। অনুষ্ঠানে খাজরা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
Leave a Reply