সংবাদদাতা : ছয়ঘরিয়ায় মসজিদের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে মেহেদী হাসান লাভলুকে মারধর করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান রনি। অভিযোগ সূত্রে জানা গেছে, ছয়ঘরিয়া পূর্বপাড়া জামে মসজিদের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে ৮ এপ্রিল দুপুরে মসজিদের কোষাধ্যক্ষ মেহেদী হাসান লাভলুকে লাঠি দিয়ে মারধর করে ছয়ঘরিয়া গ্রামের আজিবার মোল্ল্যার ছেলে মফিজুল ইসলাম ও মৃত হটু মোল্ল্যার ছেলে আজিবার মোল্ল্যা। এসময় আজিবার মোল্ল্যা মেহেদী হাসান লাভলুর হাতে থাকা একটি সোনার আংটি ছিনিয়ে নেয়। এসময় মসজিদের মুসুল্লি আহাদ আলী, ইউনুছ আলীসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করা হয়েছে।
Leave a Reply