নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে যমুনা হলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক গাজী আবুল কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, অধ্যক্ষ আশেক ই এলাহী, শেখ হারুন উর রশিদ, মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলামসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে লাকী কুপন এবং শেষে প্রীতিভোজে অংশ নেয় উপস্থিত আমন্ত্রিত অতিথি লাইব্রেরির সদস্যরা।
Leave a Reply