ভুলতে ভুলতে ভুলে গ্যাছি
প্রিয় নাম ধরে ডাকতে’
ভুলে গ্যাছি প্রিয় কবিতার ঘ্রাণ
ভুলে গ্যাছি নিজেকেও
ভুলিনা কেবল তার অব্যক্ত চোখের
সেই ব্যাকুলতা
যে ব্যাকুলতা আর কারো মাঝে দেখিনা
এমন কি তার মাঝেও না
ঘর গৃহস্থলী জীবনে যে আমার
চিরোকালীন পথের সাথি কাগজে কলমে
ভুলেগ্যাছি কাঁদা জল মাখা পথের প্রান্তে
Leave a Reply