জেলা শিল্পকলায় চলছে যাত্রা ও পুতুল নাচ


স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলছে যাত্রা উৎসব। এতে দেশব্যাপী ১০০টি যাত্রাপালা মঞ্চায়ন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে ১০০টি নতুন পালা নির্মাণ নিয়ে যাত্রা উৎসব মঞ্চায়ন হবে।
লোকজ সংস্কৃতির রূপ হচ্ছে যাত্রাপালা। ঐতিহ্যবাহী এ যাত্রা শিল্প অতীত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে এই যাত্রা উৎসব। এই উৎসব প্রত্যন্ত অঞ্চলের যাত্রাদল ও যাত্রাশিল্পীদের মিলন মেলায় পরিণত হচ্ছে।
শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিদিন রাত ৮ টায় এ যাত্রা উৎসব মঞ্চায়ন হবে। সোমবার যাত্রা উৎসবের দ্বিতীয় দিনে ‘জাগরনী অপেরার বঙ্গপথিক বঙ্গবন্ধু’ মঞ্চায়ন করা হয়। রবিবার উৎসবের প্রথম দিনে ‘দিগি¦জয়ী অপেরা’ যাত্রা পরিবেশন করেন বিপ্লবী সোমেন চন্দ এবং আগামী ২৪ মার্চ স্বপ্না অপেরা। অপরদিকে, মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২২ মার্চ ও ২৪ মার্চ ঐতিহ্যবাহী পাপেট পুতুল নাচ অনুষ্ঠিত হবে। পুতুল নাচ পরিবেশন করবেন দি নিজাম পুতুল নাচ ও নিউ রংমহল পুতুল নাচ সংগঠন। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *