সংবাদ বিজ্ঞপ্তি: গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ ২০২২ তারিখ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মংলার একটি টহল দল কর্তৃক বাগেরহাট জেলার মংলা থানাধীন পশুর নদীর ওমেরা গ্যাস জেটি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ লিটার অবৈধ ডিজেলসহ ০২ জন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নামঃ ১। বিল্লাল সরদার (৩১), পিতাঃ মোঃ আমজাদ সরদার, গ্রামঃ কুসুডাংগা, থানাঃ কয়রা ও জেলাঃ খুলনা। ২। মোঃ নুর আলম (৫৩), পিতাঃ মৃত আঃ হান্নান, গ্রামঃ গাংচিল, পোঃ চরালায়, থানাঃ কোম্পানীগঞ্জ ও জেলাঃ নোয়াখালী। পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply