কলারোয়ায় সুদের টাকা পাওনাদারের হামলায় ইটভাটার মালিক জখম


নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় সুদের টাকা পাওনা নিয়ে এক হামলায় ইট ভাটা মালিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৮মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চিতলার পারুল বিক্স ইটভাটায়। আহত ইটভাটা মালিক আলমগীর হোসেন (৪৫) জানান-সকাল ৯টার দিকে সুদের টাকা নিতে আসে জোনাব আলী, আলাল ও পারুল। কথাবলতে গেলেই তারা ৩জন ঝাপিয়ে পড়ে ইটভাটা মালিক আলমগীরকে কিল ঘুষি ও বাশের লাঠি নিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে নিলাফোলা জখম করে। পরে আহত অবস্থায় ভাটা মালিক আলমগীর হোসেনকে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *