ন্যাশনাল ডেস্ক: পেনশন ভোগরত অবস্থায় কোনো পেনশনার দ্বিতীয় বিয়ে করলে তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশনের টাকা পাবেন না। সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
জানা গেছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী পারিবারিক পেনশনের টাকা পেয়ে থাকেন। গত ২৭ ফেব্রুয়ারি পেনশন ভোগরত অবস্থায় পেনশনের দ্বিতীয় বিয়ে ও তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীর পেনশন প্রাপ্তি নিয়ে হিসেব মহানিয়ন্ত্রকের কার্যালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠায়।
সে চিঠির জবাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি বিভাগ। অর্থ মন্ত্রণালয় থেকে গত ১৩ মার্চ চিঠিটি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে পেনশনারের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী বা স্বামী পেনশন প্রাপ্য হবেন না।
গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।
Leave a Reply