শ্যামনগর সংবাদদাতা: নকিপুর জমিদার বাড়ি মাঠে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তিনি বলেন, ‘আমরা শক্তি আমরা বল মাদক ছেড়ে মাঠে চল’। সমাজ থেকে মাদক দূর করতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদক নির্মুলে কাউকে ছাড় না দিতে প্রশাসনের প্রতি আহব্বান জানান। টুর্নামেন্টের সদস্য সচিব এসএম সায়েদ বীন হায়দার রাজীব এর সার্বিক তত্বাবধানে এবং আহব্বায়ক জিএম আকবর কবিরের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, পিপি ও ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ প্রমুখ। নকিপুর ক্রিকেট জায়ান্ট’স এর আয়োজনে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন কাপে ১২টি ইউনিয়ন থেকে মোট ১২ টি দল অংশ গ্রহন করবে। আগামীকাল ১০ই মার্চ শ্যামনগর এবং কাশিমাড়ি ইউনিয়নের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ব্যাট বলের লড়াই শুরু হবে। ১৪ মার্চ দিবা-রাত্রের ফাইনাল ম্যাচের মাধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টের বিজয়ী দল ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দল ৫০ হাজার টাকা পুরষ্কার পাবে।
Leave a Reply