ভূয়া র‌্যাব গ্রেফতার


সংবাদ বিজ্ঞপ্তি: গত ০৭ মার্চ ২০২২ র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল সূত্র মারফত অবহিত হয় যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন চুপড়িয়া এলাকায় একজন ব্যক্তি নিজেকে র‌্যাব পরিচয়ে এবং নিজ নামীয় র‌্যাব আইডি কার্ড দেখিয়ে মানুষকে অহেতুক হয়রানি, ভয়ভীতি ও বিভিন্ন অপকর্ম করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি একই তারিখে ১৬.০৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন চুপড়িয়া এলাকা থেকে আসামি ১। শরিফ আফ্রিদী (২৪), পিতা- মাহাবুবর রহমান, মাতা- তানজিলা খাতুন, সাং- বাকশা বাগাডাংগা, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময়ে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ০১ টি ভুয়া র‌্যাব আইডি কার্ড, ০১ টি মোটরসাইকেল, ০৩ টি মোবাইল ফোন ও ০৬ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে। জিজ্ঞাসাবাদে আসামি তার কৃতকর্মের কথা স্বীকার করে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *