সুলতানপুরের আতির বাগান বস্তিতে বারসিকের মাসব্যাপী হাতেখড়ি শিখন কর্মশালা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নি¤œ আয়ের পরিবারের নারী ও প্রবীণদের স্বাক্ষর জ্ঞান প্রদানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে পরিচালিত মাসব্যাপী হাতেখড়ি শিখন কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের আতির বাগান বস্তিতে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বারসিক এর গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, অন্যের উপর নির্ভরশীলতা কমাতে এই কর্মশালা আপনাদের কাজে আসবে। তবে এজন্য অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে।

বারসিক এর যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, বয়স যতই হোক শিক্ষার কোন বয়স নেই। তাই তো আপনারা এই বৃদ্ধ বয়সে শিক্ষার প্রতি যে আগ্রহ প্রকাশ করেছেন, তাতে আমরা খুশি। এখন অর্জিত শিক্ষাটা দরে রাখতে হবে।

এসময় অংশগ্রহণকারী হামিদা খাতুন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অক্ষর চিনতে পেরেছি। নিজের নামটা এখন ভালো ভাবে লিখতে পারছি। এজন্য আমরা বারসিকের প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, হাতেখড়ি কর্মশালায় আতির বাগান বস্তির ১৫ জন নারী ও প্রবীণ ব্যক্তি অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *