সংবাদদাতা: সাতক্ষীরায় চা খাওয়াকে কেন্দ্র তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত নারী সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাচানি এলাকার জাঙ্গালের ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আলীপুর পাচানি গ্রামের সাহেব আলী প্রতিবেশি রাজু আহমেদকে চা পান করতে বলেন। এরই মধ্যে আরেকজন এসে চা পান করেন। তার বিল দিতে অস্বীকার করেন সাহেব আলী। তার চায়ের টাকা রাজু আহমেদ পরিশোধ করেন। এসময় সাহেব আলী রাজু আহমেদকে নিয়ে বাজে মন্তব্য করেন। এর জের ধরে উভয়ের মধ্যে তর্কা-তর্কি ও মৃদু সংঘর্ষ হয়। পরের দিন সাহেব আলী আরিফুল,হাবিবুর রহমান,শাহিন আলমসহ ৮/১০ দুর্বৃত্ত রাজু আহমেদের বাড়িতে লাটি-সোটা নিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। তারা পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাজু আহমেদের মা তানজিলা বেগমকে। পিটিয়ে গুরুতর আহত করে রাজু আহমেদ ও তার ভাই আলতাফ আহমেদকে। হামলার শিকার রাজু আহমেদ জানান,তার মা তানজিলা খাতুন বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মাথায় তিনটি সেলাই লেগেছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন। এছাড়া দুর্বৃত্তদের লাটির আঘাতে তার ভাই আলতাফ হোসেনের হাত ভেঙে গেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply