কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত নজরুলের মৃত্যু

শহর প্রতিনিধি: কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত নজরুল ইসলাম একদিন পর মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কলারোয়ার কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বাড়ির লোকজন লাশ আনতে খুলনা গেছে। নিহত নজরুল ইসলাম(৩৫) তার ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের আবদুর রকিবের ছেলে। সোমবার ভোরে বিজিবির গুলিতে আহত হন তিনি। পরে তাকে গোপনে খুলনায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার সামসুল আলম জানান, সোমবার ভোরে ১০/১২ জনের একদল চোরাচালানি ভারতীয় শাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। বিজিবির টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর পাল্টা আক্রমণ করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় বিজিবি সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়ে তাদের প্রতিহত করে। তিনি বলেন, চোরাচালানিরা দুই গাঁইট ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তের চিহ্ন ছিল বলে জানান তিনি। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছিলেন কিনা তা জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *