কুল্যায় ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ


আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে কুল্যা ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, ইউপি সচিব সিরাজুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, আলমগীর হোসেন আঙ্গুর, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, শামিমা সুলতানা কুইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন । বিতরণ কার্যক্রমের প্রথম দিনে ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের তালিকাভূক্তদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *