ন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী রাজ্য ক্যারেনের একটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সংখ্যালঘু আদিবাসীদের বিদ্রোহী দল। রয়টার্স জানায়, দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে হতাহত হয়েছেন বেশ কয়েকজন।
মিয়ানমারের পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সেনা ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন, কেএনইউ বিদ্রোহীরা। সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার পর কেএনইউ এর মুখপাত্র প্যাদো শা তাও নি স্থানীয় সংবাদমাধ্যমকে এই খবর জানান।
স্থানীয়রা জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী সাওলিন নদীর কাছে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়। আশেপাশের গ্রাম থেকেও বন্দুকযুদ্ধের শব্দ পান তারা। তবে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোন তথ্য প্রকাশ করা হয়নি।
স্বাধীন রাষ্ট্রের দাবিতে ১৯৪৯ সাল থেকেই মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করছে ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয় বিদ্রোহী দলগুলো।
গত মাসে ক্যারেন বিদ্রোহীরা আরেকটি সামরিক ঘাঁটি দখলে নেয়। জবাবে আদিবাসীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী।
Leave a Reply