কলারোয়া পৌর প্রতিনিধি:
কলারোয়া উপজেলার ব্রজবাকসাতে সেভেন আপ কোম্পানির নসিমনের ধাক্কায় ইজিবাইক ভেঙে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা মাছ বাজারের সবুজ হোসেনের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। উপজেলার হেলাতলা গ্রামের আজিবার সরদারের ছেলে সেভেন আপ কোম্পানির নসিমন ড্রাইভার মাসুদ রানা বলেন, কলারোয়া থেকে কাজীরহাটের উদ্দেশ্য ছেড়ে আসা শিমুল স্টোরের সেভেন আপ পরিবেশন করা নসিমনটি ব্রজবাকসাতে পৌঁছে একটি মাইক্রোকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সাতক্ষীরার উদ্দেশ্যে বাঁগআঁচড়া থেকে ছেড়ে আসা ইজিবাইকে স্ব-জোরে ধাক্কা লাগে৷ এতে ইজিবাইকে থাকা শিশুসহ ৩জন যাত্রী গুরুতর আহত হয়৷ আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়ার বউবাজর এলাকার মৃত কাদের বক্স গাজীর ছেলে চারা ব্যবসায়ী হাকিম হোসেন (৫১) ও কাজীর হাটের নাকিলা গ্রামের এক মা ও শিশু৷ হেলাতলা ইউনিয়নের আনারুল ইসলামের ছেলে ইজিবাইক চালক সাকিব হোসেন বলেন, কলারোয়া শিমুল স্টোরের সেভেন আপ পরিবেশন করা নসিমনটি একটি মাইক্রো অভারটেক করতে গিয়ে আমার ইজিবাইকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ি৷ এতে এনজিও থেকে লোন নিয়ে ক্রয় করা ইজিবাইকটির প্রায় ৬০ শতাংশ ভেঙে চুরে চালানোর অনুপযোগী হয়ে গেছে৷ ভিতরে থাকা যাত্রীরাও গুরুতর আহত হয়েছে৷ ক্ষতিপূরণ পেতে প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেন তিনি৷ স্থানীয় গ্রাম ডাক্তার মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে চারা ব্যবসায়ী হাকিমের মাথায় ও হাতে গুরুত্বর জখম হয়েছৈ৷ এছাড়া আহত মা ও শিশুর পায়ে ক্ষত হয়েছে।
Leave a Reply