দীর্ঘদিন পর ছোটপর্দায় ইলিয়াস কাঞ্চন


বিনোদন ডেস্ক: কয়েক বছর বিরতির পর ছোটপর্দার জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করতে চলেছেন ইলিয়াস কাঞ্চন। ঈদের জন্য নির্মিত বিশেষ এই টেলিছবিটির নাম ‘মরণোত্তম’। সাদাত হোসাইনের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার।

টেলিছবিতে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ছয়-সাত বছর আগে টিভি নাটকে কাজ করেছিলাম। মাঝে আর কোনো নাটকে অভিনয় করা হয়নি। দীর্ঘদিন পর আবার টেলিফিল্মে অভিনয় নিয় কথা হলো। দেখা যাক করোনার এই সময়ে বিধিনিষেধ মেনে কতটা কাজ করা যায়।”
সঞ্জয় সমদ্দার বলেন, “গল্পটা সমসাময়িক। সাধারণ মানুষের দুর্ভোগ ও আত্মত্যাগের মাধ্যমে বড় কিছু অর্জনের যে দুর্ভাগ্যজনক প্রক্রিয়া তাকে ফোকাস করা হয়েছে। আশা করছি বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাক যোগাবে এই টেলিফিল্মটি।”
২৯ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। তিনটি বেসরকারি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় একযোগে প্রচার হবে। সেই সঙ্গে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *