মশাল ডেস্ক: করোনা ভাইরাস এক বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছে। তার উপর চলছে সর্বাতœক লকডাউন। এরই মধ্যে মাঠে পাকা ধান। এই বৈশ্বিক মহামারীকালে ফসল উঠাতে চরম র্দুভোগে পড়েছে কৃষকেরা ।
এমন সময় সাতক্ষীরা শহরের সবুজবাগে এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার ভোরে একজন কৃষকের সাড়ে ৪ বিঘা জমির সোনালী ধান কেটে দিয়েছে স্বপ্নযাত্রী সাতক্ষীরার স্বপ্নযাত্রী সাতক্ষীরা শাখার সমন্বয়ক সিমান্ত বিশ্বাস, যুগ্ম সচিব সৌমদীপ্ত সানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হৃদয় মন্ডল, সদস্য তীর্যক মন্ডল, আলম প্রমুখ। সমগ্র কার্যক্রমটি মনিটরিং করেন আহবায়ক উজ্জ্বল মোল্যা। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সাথে সহযোগীতা করেন ইন্টারেক্ট ক্লাব সাতক্ষীরার প্রেসিডেন্ট আবুল ফারহা তানভীর এবং সেক্রেটারি মুনতাসীর রহমান।
Leave a Reply