ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতিকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম: থানায় অভিযোগ


ব্রহ্মরাজপুর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আ’লীগ যুবলীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সদস্য মোঃ আজাহারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক রক্তাক্ত জখম করার ঘটনায় সদর থানায় লিখিত এজাহার করা হয়েছে। এজাহার সূত্রে প্রকাশ, বালুইগাছা গ্রামের মৃত নবাত আলী মোড়লের পুত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলামের সাথে একই গ্রামের মোঃ সাদেক আলী মোড়লের পুত্র মোঃ রহমত আলী (৩৫) এর সাথে মসজিদের ছাদের কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাহারই জের ধরে ১০ এপ্রিল শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে বালুইগাছা আলআকছা জামে মসজিদের ছাদের উপর থাকাকালে মোঃ আজাহারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মোঃ রহমত আলী লোহার রড দিয়ে মাথায় জোরে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে ক্ষান্ত না হয়ে ঐ একই রড দিয়ে বাম হাতে আঘাত করে। এতে করে আজারুলের বাম হাতও ভেঙ্গে যায় । এক পর্যায়ে সে ছাদের উপর লুটিয়ে পড়লে তার শার্টের পকেটে থাকা ব্যবসায়ের নগদ ৩১,৫০০ টাকা কেড়ে নেয়। এ ব্যাপারে আজাহারুল জানান, আমার উপর আঘাত করাটা ছিল তার পূর্বপরিকল্পিত । সে আমাকে জানে মেরে ফেলতে চাই। এমনকি আ’লীগের বড় নেতা হয়ে পড়েছিস, দেখি তোর কোন বাবা তোকে বাঁচায় এমন আস্ফালন করতে করতে চলে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এব্যাপারে সদর থানায় মোঃ আজাহারুল ইসলাম লিখিত এজাহার দায়ের করেছেন। এব্যাপারে মোঃ রহমত আলী জানান, আমাকে সে ধাক্কা মেরেছে আমিও তাকে ধাক্কা মেরেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *