কালিগঞ্জ (শহর) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলায় করোনাকালীন সময়ে ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়ে টাটকা মাছ ক্রয় কিংবা মার্কেটে এসে পছন্দ মত বিভিন্ন প্রজাতির মাছ ক্রয়ের জন্য কালিগঞ্জ ফ্রেস এন্ড সেভফিস মার্কেট উদ্বোধন করা হয়েছে।
৫ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ থানার সামনে ওয়াকি এন্টারপ্রাইজ এর পরিচালনায় উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের সহযোগীতায় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ -সভাপতি সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, এ,এস,পি প্রশিক্ষনার্থী দিদার আহমেদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপাতি সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, চাম্পাফুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমূখ। গত বছর করোনাকালীন সময়ে উপজেলা মৎস্য অফিসের সহযোগীতায় তরুন উদ্যোক্তা গোলাম ফারুক ও সাইফুর রহমান অনলাইনে কেনা কাটার জন্য মাছ মার্কেটিং কার্যক্রম শুরু করেন। যেটি সারা বাংলাদেশে বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে একটি মডেল হিসেবে স্বীকৃতি পায়। এবছর করোনাকালীন সময়ে লক ডাউনের দিনে সাধারণ মানুষের সুবিধার্থে উপজেলার বিভিন্ন মৎস্য ঘের থেকে টাটকা মাছ অনলাইনে অর্ডার কিংবা শোরুমে এসে মাছ ক্রয়ের সুবর্ণ সুযোগ এ মার্কেটে থাকছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন করোনা কালীন সময়ে যে কোন জায়গা থেকে অনলাইনে অর্ডার দিলে ঘেরে সুস্বাদু মাছ বাড়িতে পৌছে যাবে। কিংবা নিজের পছন্দ মত মাছ মার্কেটে এসে কেনা যাবে। সুলাভ মুল্যে উন্নত ভালো মাছ পাওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমরা যে মার্কেটটি আজ চালু করলাম সেটি টিকিয়ে রাখার দায়িত্ব সকলের। আমরা ঘরে বসে ভালোমাছ পাওয়ার জন্য এই মার্কেটের উদ্যাক্তাদের কে সহযোগী করব। উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম জানান অনলাইনে ০১৭১৫৮৩৮৮৯৯ এই নম্বরে মার্কেট থেকে শুধু আমাদের উপজেলায় নয় সারা বাংলাদেশে যে কোন স্থান থেকে অর্ডার করলে মাছ পৌছে যাবে। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। মাছের পাশাপাশি এই মার্কেট থেকে এ্যাকুরিয়ামের বিভিন্ন মাছ বিক্রয় করা হবে।
Leave a Reply