সংস্কৃতি কর্মকর্তা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি’র জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাতক্ষীরার শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পকলা একাডেমির কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষকরা অংশগ্রহণ করে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি’র জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে ২৭ মার্চ শনিবার বিকেলে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের কেবিনে নির্মম হত্যাকান্ডের শিকার হন। মাতৃহারা হয় রেদওয়ানার ৫দিনের কন্যা শিশু। এঘটনায় নিহতের ছোটভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে অভিযুক্ত স্বামী দেলোয়ার হোসেন মিজান আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
রেদওয়ানা হত্যার বিচার দাবি করে প্রতিবাদী মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, শামিমা পারভিন রত্না, ফারহা দিবা খান সাথী, হেনরী সরদার, শরীফুল্লাহ কায়সার সুমন, শ্যামল সরকার, শহীদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, রাখিয়া পারভিন রুমা, নাজমুস সাদাত মন্টি, মিজানুর রহমান সোহাগ, নাহিদা পান্না, চম্পা সরকার, নয়ন ব্যানার্জী, রাফিজা পারভিন, মনিরুল ইসলাম মিম মিলন, প্রবাল সানা, ইসরাফিল হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *