সংবাদপত্র হকার্স ইউনিয়নের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি: সবেবরাত উপলক্ষে পত্রিকা বন্ধ থাকায় মঙ্গলবার বার্ষিক আনন্দ ভ্রমণে অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন।
গোপালগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ভ্রমণের উদ্দেশ্য নিয়ে তারা মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে মাইক্রোবাসে যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে তারা বঙ্গবন্ধুর পবিত্র মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে যাদুঘর ঘুরে দেখে। ঘুরে দেখেন বঙ্গবন্ধুর পৈতৃক বাড়িসহ খেলার মাঠ ও পুকুর। মেখান থেকে বের হয়ে তারা পিকনিক স্পট ঘুরে দেখেন। পরে বাগেরহাটের খানজাহান আলীর মাজার ও ষাট গম্বুজ পরিদর্শণ করে সন্ধ্যায় সাতক্ষীরায় ফিরে আসেন।
আনন্দ ভ্রমণে অংশ নেন সংগঠনটির আহবায়ক সাবান আলী, কার্যকরি কমিটির সদস্য মকবুল হোসেন, শাহাদাৎ হোসেন, আরিফ হোসেন, কামরুল ইসলাম, ইকরামুল হোসেন, আক্তারুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *