শ্যামনগর ব্যুরো :গতকাল যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা (ইএইচডি)”প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইএইচডি প্রকল্পের পার্টনার অর্গানাইজেশন আইসিডিডিআর’বি, ডিআরআরএ এবং আরএ্ইচস্টেপ-এর প্রতিনিধিগণ। ইএইচডিপ্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন কেএমএসএস এর ডিভিশনাল প্রোগ্রাম কো-আর্ডিনেটর নরেশ চন্দ্র দাস।
Leave a Reply