কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় ৩টি দোকান সহ একটি বসত বাড়ী আগুনে পুড়ে চাই হয়ে গেছে। মঙ্গলবার ২মার্চ রাত ২টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কলারোয়ার জালালাবাদ বাজারের রুহুল কুদ্দুসের ফলের দোকান, শ্যামলের সেলুনের দোকান, নজরুল ইসলামের চায়ের দোকান ও বসত বাড়ীতে আগুন লেগে টিভি, ফ্যানসহ দোকানের ও বাড়ীর সকল মালামাল পুড়ে প্রায় সাড়ে ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জালালাবাদ বাজারের ফল ব্যবসায়ী রুহুল কুদ্দুস জানান-এই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। তিনি দোকান ঘর ভাড়া নিয়ে ফলের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। রাতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লেগেছে বলে খবর পেয়ে ছুটে আসেন। বিদ্যুৎ বিভাগের লোকজনের দাবী তাদের বিদ্যুৎ থেকে শট সার্কিট হয়ে কোন আগুন লাগেনি। লাগলে তাদের মিটার পুড়ে যেত। তাদের ধারনা হয়তো কেউ শত্রুতা ভাবে আগুল লাগিছে। সেলুন দোকানী শ্যামল জানায়, স্থানীয় দমকল বাহিনী দেরিতে আশায় তার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার এক মাত্র আয়ের পথ ছিলো এই দোকান। দোকানের সকল মালামাল পড়ে যাওয়ায় তিনি পথে বসে গেছেন। বসত বাড়ীর মালিক নজরুল ইসরামের স্ত্রী জানায় তার স্বামী সাতক্ষীরায় চিকিৎসাধীন রয়েছে। এই সুযোগে প্রতিপক্ষরা তাদের দোকানে ও বাড়ীতে আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে। তিনি বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের ক্ষতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন।
Leave a Reply