নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে সাধারণ ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন কাউন্সিলরের মধ্যে ৬জন বর্তমান কাউন্সিলর বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন বাকী ৬ জন কাউন্সিলর। এদের মধ্যে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৫ জন।
নির্বাচিত নতুন কাউন্সিলররা হলেন ১নং ওয়র্ডে কায়ছারুজ্জামান হিমেল, ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা (তিনি ইতোপূর্বে কাউন্সিলর ছিলেন), ৫নং ওয়ার্ডে শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ আহমেদ, ১নং সংরক্ষিত ওয়ার্ডে নুরজাহান বেগম নুরী এবং ৩নং সংরক্ষিত ওয়ার্ডে রাবেয়া পারভীন বর্তমান কাউন্সিলরদের হারিয়ে নির্বাচিত হয়েছেন।
বর্তমান কাউন্সিলরদের মধ্যে নির্বাচিত হয়েছেন ২নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে মো. শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর এবং সংরক্ষিত ২নং ওয়ার্ডে অনিমা রানী মন্ডল।
Leave a Reply