সাতক্ষীরায় চলছে ভোটগ্রহন-ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় শুরু হয়েছে ভোট। সকাল থেকে একযোগে পৌরসভার ৩৭ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়।
ভোটাররাও দলে দলে এসে ভোট দিতে শুরু করেন। বিশেষ করে কর্মজীবী নারী ও পুরুষ ভোটাররা প্রথম পর্যায়ে ভোট দিতে আসেন কেন্দ্রে।
তারা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যান। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে সব কেন্দ্রে।ভোট কেন্দ্র এলাকায় নিয়োগ করা হয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। সাতক্ষীরা পৌরসভায় ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন।
তাদের মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ ও পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের শেখ নাসেরুল হক (নৌকা), বিএনপির তাজকিন আহমেদ (ধানের শীষ) , স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু (নারকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হুদা (জগ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোস্তাফিজুর রউফ (হাতপাখা)। এছাড়া মাঠে রয়েছেন সংরক্ষিত আসনের ১২ জন নারী ও ৫২ জন সাধারন কাউন্সিলর প্রার্থী।
Leave a Reply