স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম খান, পিপিএম এবং সংগঠনের মহাসচিব মোঃ রবিউল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কামাল বাবলাকে প্রধান উপদেষ্টা করে ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক জিয়াকে সভাপতি করে ৫১ সদস্যের কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন—অধ্যাপক মোজাম্মেল হোসেন, এডভোকেট আবুল কালাম আজাদ, তারেকুজ্জামান খান, মোঃ কামরুজ্জামান বুলু, মোঃ আব্দুল মালেক গাজী, এডভোকেট মুনিরুদ্দীন ও উম্মে রোকাইয়া খানম ডেইজী। কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি: শামসুজ্জোহা, সহ-সভাপতি: আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ মুছা করিম, অতুল কুমার ঘোষ, মোঃ ফরিদ উদ্দীন মাসউদ, এস এম বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক: মোঃ আরিফুজ্জামান আপন
যুগ্ম সাধারণ সম্পাদক: কবিরুল ইসলাম, শেখ নূরুল আফছার সেলিম, শাহাজাদা তৌমুর, ডা. সঞ্জীব চ্যাটার্জি, জুবায়ের আহমেদ শিমুল, সাংগঠনিক সম্পাদক: ইব্রাহিম খলিল, অহিদুল ইসলাম, নাজমুল শাহাদাৎ জাকির, আলী আশরাফ, আল মোত্তাসির বেলাল আল মামুন, অর্থ সম্পাদক: মোঃ নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক: আসিফুল আলম (আসিফ)। এছাড়া প্রচার, শিক্ষা, আন্তর্জাতিক, শিল্প ও বাণিজ্য, সমাজকল্যাণ, ধর্ম, মহিলা, শিশু, সাহিত্য, সাংস্কৃতিক, নাট্য, শ্রম, দুর্যোগ ও ত্রাণ, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়া, ছাত্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আনারুল ইসলাম সান, মোঃ আহাজ উদ্দীন, আজহারুল ইসলাম হাদী, মোঃ বিল্লাল হোসেন গাজী, মোঃ আল-মনির, মনিরা খাতুন, শেখ হাবিবুর রহমান, আহসান হাবিব রিপন, মেহেদী হাসান ও মোঃ আশিকুর রহমান।
সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টা ডা. বাবলা, সভাপতি জিয়া
সাতক্ষীরা জেলা মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি গঠন
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০১:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















