নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনি বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বুধবার দিনব্যাপি ৮নং ওয়ার্ডের পলাশপোল নিকারীপাড়া, বৌ বাজার, চায়না বাংলা মোড়, নবজীবন এলাকাসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও উট পাখি প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম, শেখ আব্বাসুর রহমান (মান্নু মাস্টার), মিজানুর ইসলাম মির্জা, মাহমুদ ইসলাম নয়ন, সাইদ হোসেন রনি, মোকু মিস্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৭নং ওয়ার্ডের খড়িবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভায় মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ফারহা দিবা খান সাথী, রাবেয়া পারভীন, জেলা ট্রাক ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, ৭নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জামাল পাশা, আবু বক্কার ছিদ্দিক, অমেদ আলী সরদার, জাহাঙ্গীর আলম, রওশন আলী, সুভাষ কুমার মাখাল, তপন কুমার মাখাল, কিংকর মাখাল, গাজী বিল্পব, আলমগীর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে পানির বোতল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের মতবিনিময় সভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ৯নং ওয়ার্ডের উত্তর পলাশপোল এলাকায় মতবিনিময় সভায় শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগর। আরো বক্তব্য রাখেন ওলিউর রহমান, মোবারক আলী, আনিছুর রহমান, আরিফুর রহমান খান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল হামিদ। পরে সন্ধ্যায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরকে উটপাখি প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী মিছিল করেছে কর্মী ও সমর্থকরা। মিছিলটি ৯নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মোড়ে নির্বাচনী পথসভায় মিলিত হয়। মিছিলে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিক উদ দৌলা সাগরের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন।
নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া এলাকায় এ মতবিনিময় সভায় আব্দুল জব্বার কাগজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুলফিকার রহমান উজ্জল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলতাপুর রহমান, মোস্তাক আহমেদ শাহিন, আফিয়া ফাহমিদা, মীর আহসানুল হক, শফিউদ্দিন ময়না প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জুলফিকার রহমান উজ্জলের বিকল্প নেই। আজকের এই মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। তাই জুলফিকার রহমান উজ্জলের পাঞ্জাবী প্রতীকে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল কাগজী।
Leave a Reply