নিজস্ব প্রতিনিধি: হতে চাই মাঝি, সত্যের জন্য রাখতে পারি জীবন বাজি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র পক্ষে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ও যুব সমাজসেবামূলক সংগঠন সত্যের সঙ্গী (এসএস) এর নেতৃবৃন্দ। বুধবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা শেষে পথচারী ও শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ ও পৌরসভার সার্বিক উন্নয়নে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। সত্যের সঙ্গী (এসএস) এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইদুর রহমান অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ। পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন। খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশেই উন্নয়নের ধারা চলমান রয়েছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুনদের বিকল্প নেই।
ক্যাপশন: পৌর নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
নিজস্ব প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকের বিজয়ে লক্ষ্যে পৌর ৯নং ওয়ার্ডের খুলনারোড মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় খুলনারোড মোড়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখা’র নেতৃবৃন্দের উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমিত বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ সাফী আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আফসার উদ্দিন আহমেদ, ডা. শুব্রত ঘোষ, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য শেখ মাসুদা খানন মেঘা, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান কৈাহিনুর ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, জেলা আ’লীগের সদস্য আব্দুল কাদের, পৌর আ’লীগের সভাপতি ও শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধাণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখা’র সভাপতি নুরুল হক, ৯নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল, সাংগঠনিক সম্পাদক তৈয়িবুর রহমান, আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশেই উন্নয়নের ধারা চলমান রয়েছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, রাস্তাঘাট এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। বয়স্ক, বিধবাদের জন্য ভাতা ও শিশুদের জন্য কার্ডের ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার। বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে এগিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী কে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সাতক্ষীরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়তে সকলের কামনা করেন বক্তারা।
Leave a Reply