দেবহাটা প্রেসক্লাব সভাপতি লিটু’র শ্বাশুড়ীর মৃত্যুতে শোক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু’র শ্বাশুড়ী আছিয়া খাতুন (৭৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি সাতক্ষীরা সদরের মরহুম আবু বকর গাজীর স্ত্রী। বেশ কিছুদিন যাবত তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জাানিয়ে বিবৃতি দিয়েছে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্য বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরাইরা, রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, কেএম রেজাউল করিম, সাংবাদিক এসকে অভি, সজল ইসলাম, ফরহাদ হোসেন নীলয়, শাহিন হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *