আহসানউল্লাহ: কলারোয়া উপজেলার বৃহত্তম খোরদো অঞ্চল জুড়ে চলছে ধান চাষ। কৃষকেরা ব্যস্ত সময় পার করছে ধান চাষ নিয়ে। খোরদো, উলুডাঙ্গা, পাটুলিয়া, দেয়াড়া, পাকুরিয়া, ছলিমপুর সহ আশপাশের অঞ্চল জুড়ে চলছে চাইনিজ ধান চাষ।
কৃষকেরা এই ইরি ধান চাষের জন্য জমি প্রস্তুত করেন জৈব সার দিয়ে। ফলন বৃদ্ধি ও অধিক ফসল পাওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন কীটনাশকসহ বিভিন্ন রাসায়নিক সার। ধান চাষের জন্য মুখ্য ভূমিকা পালন করেন পানিসেচ। যেহেতু এই সময়ে প্রাকৃতিক উপায়ে পানি পাওয়া যায় না বৃষ্টিপাত ও তুলনামূলক কম হয়। তাই সেচ দেয়ার জন্য নির্ভর করতে হয় সেচপাম্পের উপর।
খোরদো গ্রামের একজন কৃষক আজাদের সাথে কথা বলে জানা যায়, এই ইরি মৌসুমে যদি পর্যাপ্ত সেচ ব্যবস্থা থাকে এবং সঠিক পরিচর্যা করা হয় তাহলে ভাল ফসল পাওয়া সম্ভব। তিনি আরো জানান ধানের বর্তমান বাজারমূল্য বেশ ভালো পাশাপাশি সার কীটনাশক যদি ন্যায্য মূল্যে পাওয়া যায় তবে এটি লাভজনক ।
উলুডাঙ্গা পাটুরিয়া মাঠের একজন ডিপ মালিক নাজমুল হাসান নয়ন এর সাথে কথা বলে জানা যায় তার ডিপের আওতায় প্রায় দেড়শ বিঘা জমি আছে। বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পেলে তিনি কৃষকের প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারবেন।
Leave a Reply