সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। এক শোকবার্তায় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের আপামর জনসাধারণের নেত্রী। গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। এই মহীয়সী নারীর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশবাসীকে এই শোক সইবার তাওফিক দান করেন (আমিন)।
এদিকে আলহাজ্ব মোঃ আব্দুর রউফের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রিপোর্টার 


















