1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
৯ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

বিভিন্ন কৃষি ব্লকে বোরো ধানের পারচিং উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৪৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের পারচিং উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে বোরো ধানের পারচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঝাউডাঙ্গা: বৃহস্পতিবার সকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি ব্লকে উপসহকারী কৃষি অফিসার কিরণ¥য় সরকার মাধবকাটি এলাকার কৃষকদের নিয়ে বোরো ধানের ক্ষেতে ডাল পুতে পারচিং উৎসবের উদ্বোধন করেন। কৃষি জমিতে কীট নাশকের ব্যবহার কমানোর জন্য কৃষকদের নিয়ে আয়োজন পারচিং পদ্ধতি সকল কৃষককে জানতে এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এই পারচিং পর্দ্ধতির মূল লক্ষ্য। জমিতে ধান রোপনের পর গাছের ডালপালা পুঁতে দিয়ে পোকা খেকো পাখির বসার ব্যবস্থা করলে পাখি ধানের পোকা ভক্ষণ করে। বিষমুক্ত খাদ্য শস্য উৎপাদনে পারচিং উৎসব অগ্রণী ভূমিকা রাখবে।

পারচিং উৎসবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অপর্ণা রাণী, ব্লকের কৃষক হাবিবুল্লাহ, মনিরুল ইসলাম, মতলুব সরদার, মোস্তফা সরদার, সফিকুজ্জামান, মহসীন সরদার। অপরদিকে ঝাউডাঙ্গা এলাকার ওয়ারিয়া ব্লকে উপসহকারী কৃষি অফিসার শেখ হাসান রেজা কৃষকদের নিয়ে পারচিং উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক হাসান মাহমুদ, ইউপি সদস্য আব্দুল মালেক, কৃষক মফিজুল ইসলাম, শাহানারা প্রমুখ। অন্যদিকে ঝাউডাঙ্গা ব্লকে উপসহকারী কৃষি অফিসার মরিয়ম খাতুন ঐ ব্লকের কৃষকদের নিয়ে পারচিং উৎসবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, কৃষক মো. আব্দুল খালেক, আশরাফ আলী, শাহাদাত, আব্দুর রশিদ, ও মফিজুল ইসলাম। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের পারচিং উৎসবে ঐ এলাকার শত শত কৃষক অংশ নেয়।


দেবহাটা: “ধান লাগিয়ে ক্ষেতে যদি ডাল পুতে দাও, পাখি বসে ধরে খাবে মাজরা পোকার ছাও” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে বোরো ধানের ক্ষেতে জাতীয় পার্চিং উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীনের নের্তৃত্বে ৫ ইউনিয়নের ১৫টি ব্লকে পার্চিং উৎসব পালিত হয়। দেবহাটার ৬ হাজার ৬০ হেক্টর জমিতে আবাদ হওয়া বোরো ধানের ক্ষেতে কর্মকর্তারা কৃষকদের নিয়ে পার্চিং অথ্যাৎ পাখি বসার জন্য ধানের খেতে গাছের ডাল বা অন্য উপকরণ ব্যবহার করে বিষমুক্ত প্রকৃতিক উপায়ে ফসলের ক্ষতিকর পোকা দমন করার উপায় বাস্তবে দেখিয়ে উৎসটি পালন করে। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী খান, মোস্তফা আহম্মেদ, মনিরুল ইসলাম, জিএম আল-মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, জাহিদুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার ব্লকের কৃষকরা।

ইসলামকাটি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ানের গোপালপুর ও সুজনসাহায় এ পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শেখ আবুজাফর। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ানের উপ সহকারী কৃষি অফিসার মমিনুর রহমান খান, কমলেশ মন্ডল প্রমুখ। তারা কৃষক দের পার্চিং রোগ ও তার প্রতিকার সম্পর্কে নানা পরামর্শ ও লিপলেট বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষক গাজী সোহগ, আব্দুল মাজিদ, রফিকুল, সমাদ, রেজাউল সহ আরও অনেক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd